ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় মিলল জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
মেঘনায় মিলল জেলের মরদেহ

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে মুকবুল বেপারী (৩০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর মরদেহটি উদ্ধার করে নৌ থানা পুলিশ।

নিহত মুকবুল বেপারী পাশবর্তী শরীয়তপুর জেলার সখিুপুর থানার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিকেলে পুরাণ বাজার হরিসভা মন্দির এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহটি গলিত অবস্থায় ছিল।

ওসি কামরুজ্জামান বলেন, মুকবুল বেপারী গত ৫ ফেব্রুয়ারি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।