ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন

ঢাকা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের ঢাকা অফিস থেকে এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি এবং তাকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।

বার্তায় আরও বলা হয়, আমরা আশা করি জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যাপ্তি লাভ করবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।