ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাজেদা বেগম খুকি (৪৫) ও রাফিয়া (৬ মাস)। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদার মৃত্যু হয়। আর রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ঢামেকের মর্গে আর মাজেদার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।