ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
রূপগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের পানিআগ্রা জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কাশেমের বাড়ি দক্ষিণ নবগ্রাম এলাকায়। তিনি একজন জমি ব্যবসায়ী।

ব্যবসায়ী আবুল কাশেম জানান, ব্যবসায়ী কাজ শেষে ঢাকা থেকে নিজ বাড়ি দক্ষিণ নবগ্রাম এলাকায় ফেরার পথে মধুখালি এলাকার মিঠু, জাঙ্গির এলাকার রবিন, মধুখালির আনিস, জাঙ্গীর এলাকার মনির হোসেনসহ কয়েকজন তার গতিরোধ করে। এ সময় তাকে হত্যার উদ্দেশে বেধড়ক পেটায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।