ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় শিশু নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মাটি বোঝাই ট্রাকচাপায় মায়া খাতুন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া ওই এলাকার মেরাজুল ইসলামের মেয়ে।

শিশু মায়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির কাছে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় তার নানি দোকানে জিনিস কেনার জন্য যায়। নানিকে দেখে মায়াও দোকানের দিকে যেতে যাওয়ার পথে মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মায়ার মৃত্যু হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।