ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত

খুলনা: খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।
  
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়।

 

এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণপূর্বক প্রভাতফেরিতে অংশ গ্রহণ করেন। পরে তারা শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক আজিজুল ইসলাম।  

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদুল আলম, ইইই বিভাগের ইবাদত শিকারী প্রমুখ।

সভায় বক্তারা ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন।  

ভাষা আন্দোলনে শাহাদতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ এবং বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।  

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার ড. প্রদীপ দে এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিক।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।