ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা সরকারের সময়ই উন্নয়ন হচ্ছে: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
শেখ হাসিনা সরকারের সময়ই উন্নয়ন হচ্ছে: শাজাহান খান

মাদারীপুর: শেখ হাসিনার সরকারের সময়েই বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলার মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের ৩৬তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়েই বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজও চলমান। উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শাজাহান খান, ৫২ বছর আগে এ দেশটি তৈরি। বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, বিএনপি ১৬ বছর ক্ষমতায় ছিল। ১০ বছর এরশাদ ক্ষমতায় ছিল। সে সময়ের উন্নয়ন আর আমাদের আওয়ামী লীগের সরকারের ১৫ বছরের উন্নয়ন সবাই উপলব্ধি করতে পারছে।

এ সময় মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রীনা রানী বৈধ্যের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, কলেজের  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।