ফরিদপুর: ফরিদপুরে পৃথক দুইটি অভিযান চালিয়ে ৬ হাজার ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) পৃথক দুইটি অভিযান চালিয়ে জেলা সদরের ধোপাকান্দি এলাকা ও জেলার ভাঙ্গায় একটি বাস থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদরের ধোপাকান্দি এলাকার জাফর আলী শেখের ছেলে জান্নাতুল ইসলাম (২০), পাশের বাখুন্দা এলাকার মো. মোশারফ মিয়ার ছেলে সাকির হোসেন সোহেল (৩৬) ও ভাঙ্গার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে এমদাদুল চৌধুরী (৩৮)।
উপ-পরিচালক শামীম হোসেন জানান, পৃথক দুইটি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ও ভাঙ্গা থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসআরএস