ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর শহরে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের পরিদর্শক আবুল হাসেম এতথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়া এলাকার কুবাদ শেখের ছেলে সাহারুল ইসলাম ওরফে মাইকেল (২৮) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রনি (৩০)।  

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৩ গ্রাম (৯৯ পুরিয়া) হেরোইন।

এ ব্যাপারে পরিদর্শক আবুল হাসেম বলেন, আটক ওই দু’জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।