ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা: জার্মানির দক্ষিণ এশিয়ান পার্লামেন্টারি গ্রুপের প্রেসিডেন্ট রেনাতে কুনাস্টের নেতৃত্বে ছয় সদস্যের একটি জার্মান সংসদীয় প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় জার্মানির সরকার ও জনগণ যে মূল্যবান নৈতিক-কূটনৈতিক সহায়তা দিয়েছিলেন তার কথা স্মরণ করেন।

জার্মানিকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা, বেসরকারি খাতের উন্নয়ন, জ্বালানি দক্ষতা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জার্মানির উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন।

জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে। তারা সবুজ শিল্পায়ন, বিশেষ করে আরএমজি খাতে বাংলাদেশের সবুজ শিল্পায়ন স্থানান্তরে সহায়তার প্রস্তাব দিয়েছেন। উভয় পক্ষ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, ইউক্রেনের যুদ্ধ এবং বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব, জলবায়ু পরিবর্তনের বিষয়ে বৈশ্বিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের অন্যান্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেছে।

জার্মান সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন- আন্দ্রেয়াস লারেম, পল লেহরিডার, মিস রিয়া শ্রোডার, মাল্টে কাউফম্যান ও ড. আন্দ্রে হ্যান।  

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ এ বৈঠকে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।