ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক আহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা-জামছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে গোলাম আকবর (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে।


আহত ব্যক্তি গোলাম আকবর জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর ক্ষত হয় তার। পরে আহত গোলাম আকবরকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ওই যুবক এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।