ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে লাগা আগুন কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে স্টেশন অফিসার মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে এ আগুন লাগে।

মেহেদী হাসান জানান, ১৪তলা কমপ্লেক্সের সাততলায় সিঁড়ির পাশে ময়লার স্তূপের পাশাপাশি ইলেকট্রিক ও ক্যাবেলের তারে এ আগুন আগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন...
** মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।