ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউপি সদস্যের ১২’শ মুরগি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নড়াইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউপি সদস্যের ১২’শ মুরগি

নড়াইল: নড়াইলের নড়াগাতিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইউপি সদস্য রাজিব খানের ১ হাজার ২০০টি মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের বি-পাটনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

রাজিব খান খাশিয়াল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বি-পাটনা গ্রামের আজম খানের ছেলে। ঘটনার রাতে তিনি স্ত্রীসহ বড়দিয়া এলাকার ভাড়া বসায় ছিলেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে অনেক কুকুর ডাকাডাকির শব্দ শুনে তারা বাইরে দেখেন মুরগির খামারে আগুন জ্বলছে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু এর মধ্যে খামারের সব পুড়ে শেষ হয়ে যায়।

রাজিবের বাবা আজম খান বলেন, খামারে আগুন দেখে আমার ছেলের বউ রানী বেগম বাইরে আসে। পরে সে অজ্ঞাত ৩-৪ জনকে খামারের উত্তর দিক দিয়ে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

খামারের মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়াতে ভাড়া বাসায় থাকি। রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘের ঘরসহ ১ হাজার ২০০ মুরগি সব পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহা বাংলানিউজকে বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।