ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই অটোরিকশা চালকের মারামারি, একজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
দুই অটোরিকশা চালকের মারামারি, একজন নিহত

সিলেট: সিলেট নগরের বন্দরবাজারে দুই সিএনজি চালিত অটোরিকশা চালকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত ১০টার দিকে বন্দরবাজার প্রধান ডাকঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম (৩০) সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিরগাঁও গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে ও একই থানা এলাকার টুকেরবাজার ঘোপাল গ্রামের বাসিন্দা।

ঘটনার পর ‘ঘাতক’ অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক আলমগীর হোসেনকে(৩৫) আটক করেছে পুলিশ। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কালিকুচ্চা গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট প্রধান ডাকঘরের সামনে সড়কে সিএনজি অটোরিকশা থামানো নিয়ে দুই চালকের মধ্যে বাকবিতন্ডা ও গালাগালি হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হন। এ সময় ক্ষিপ্ত চালক আলমগীর হোসেনের এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথিতে অপর চালক জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষনিক সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে পাশ্ববর্তী বন্দরবাজার ফাঁড়ি পুলিশকে ঘটনাটি অবহিত করেন।  

খবর পেয়ে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অজ্ঞান হয়ে পড়া সিএনজি অটোরিকশা চালককে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত আমিরুল দুই সন্তানের জনক বলে জানিয়েছে পুলিশ।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে বলেন, দুই চালকের মধ্যে মারামারি ঘটনায় কিলঘুষিতে অপর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।