ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে পড়েছিল রংমিস্ত্রির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে পড়েছিল রংমিস্ত্রির মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে আসলাম হোসেন লিটন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসলাম হোসেন লিটন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিল।

পুলিশ জানান, সকালের দিকে খবর পেয়ে দুপুরে ওই ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের বিরোধিতা নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।