লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় খালের পানিতে ডুবে ফাহিম হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলের দিকে আদিতমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদীর সলেডি স্প্যার বাঁধ এলাকায় শুকিয়ে যাওয়া তিস্তা নদীতে কিছু দিন ধরে নদী খননের নাম করে একটি চক্রের অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় খাল তৈরি হয়। নদী পাড়ের বাসিন্দা মঞ্জুর ছেলে ফাহিম দুপুরের দিকে ওই খালের পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ খালের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয় শিশুটি। স্থানীয়রা জাল ফেলে অনেক চেষ্টা করে তার সন্ধান মেলাতে ব্যর্থ হয়। পরে আদিতমারী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের টিম রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় ৩০ মিনিট চেষ্টা করে খালটি থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলন চক্রকে দায়ী করেছেন ফাহিমের পরিবার।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসআরএস