ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকায় চীন-বাংলাদেশ কালচারাল নাইট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ঢাকায় চীন-বাংলাদেশ কালচারাল নাইট

ঢাকা: ঢাকার চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চীন বাংলাদেশ কালচার অ্যান্ড আর্ট নাইট’।  

শনিবার ( ৪ মার্চ)  রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই দেশের শিল্পীরা এতে অংশ নেন। চীনের ইউনান থেকে আসা শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।

অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দুদেশের মানুষকে আরও বেশি কাছে আনবে। এগিয়ে নেবে উন্নয়নের পথে।

জমকালো এ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারে ভালো মানের সংস্কৃতি। এক্ষেত্রে এক হয়ে কাজ করবে বাংলাদেশ ও চীন।

মানবিক বাংলাদেশ, রেড ফিশসহ বিভিন্ন আয়োজন নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া বিশেষ অতিথি ও দর্শকরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।