ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাকাত রায়হান গ্রেফতার, স্বস্তি ফিরেছে এলাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ডাকাত রায়হান গ্রেফতার, স্বস্তি ফিরেছে এলাকায় গ্রেফতার ১৫ মামলার আসামি ডাকাত রায়হান

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ মামলার আসামি ডাকাত রায়হানকে (৪০) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।

রোববার (৫ মার্চ) বিকেলে গ্রেফতার রায়হানকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল (৪ মার্চ ) রাতে গাজীপুর জেলার শ্রীপুরের সীমান্তবর্তী পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের একটি দুর্গম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রায়হান গফরগাও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ খোকনের ছেলে। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি ডাকাতি, ৩টি হত্যা, ২টি অস্ত্র, ২টি চুরি মামলা।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুজ্জামান রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাত রায়হানের বিরুদ্ধে গফরগাঁও এবং পাগলা থানা ছাড়াও পার্শ্ববর্তী শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর,পাকুন্দিয়া থানায় চুরি, ডাকাতি, হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।