ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মন্দিরের প্রতিমা ভাঙচুর করায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
গাইবান্ধায় মন্দিরের প্রতিমা ভাঙচুর করায় যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগে আহসান (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  

শনিবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

আহসান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিনগত গভীর রাতে দুই যুবক মন্দিরে প্রবেশ করে। পরে কিছু বুঝে ওঠার আগেই তারা প্রতিমা ভাঙচুর করতে থাকে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে আহসান নামে এক যুবককে আটক করলেও তার সঙ্গে থাকা অপর জন পালিয়ে যায়।

পরে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান, আটক আহসানকে রাতেই গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে সে প্রতিমা ভাঙচুর করেছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি পলাতক অপর যুবককেও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।