ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁও রোলিং মিল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
তেজগাঁও রোলিং মিল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর তেজকুনিপাড়া রোলিং মিল বস্তিতে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে।  পাশাপাশি বিমান বাহিনীর একটি ইউনিট ও র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার তেজকুনিপাড়া বটতলা সংলগ্ন রোলিং মিল বস্তিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এরপর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাংলানিউজকে জানান, তেজগাঁও তেজকুনিপাড়া একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১১টি ইউনিট কাজ করেছে। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসলেও পরে আরও আরও ছয়টি ইউনিট এতে  যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।