ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (১৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতীয় হাইকমিশন জানায়, বঙ্গবন্ধুর চিরস্থায়ী উত্তরাধিকার ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের পথকে আলোকিত ও আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করে। বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি ভাগাভাগিতে তার সম্পর্কের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি চালিত করে।
ভারতীয় হাইকমিশন অপর এক বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর পরম্পরা বাংলাদেশের সঙ্গে ১৯৭১ সালে আমাদের যৌথ ত্যাগের মূলে নিহিত দৃঢ় বন্ধুত্বের বন্ধনকে অনুপ্রাণিত করে চলেছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
টিআর/জেডএ