ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তার ধারে মিলল অটোরিকশা চালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
রাস্তার ধারে মিলল অটোরিকশা চালকের মরদেহ

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে রাজু মন্ডল (২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঢাকা-বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রাজু মন্ডল শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হোসেন মন্ডলের ছেলে ৷ তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাজু। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে মহাসড়কের পাশ থেকে তার মরদের উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার শরীরের বুক ও পিঠে একাধিক ক্ষত চিহ্ন ছিল।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই রাজুকে খুন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
কেইউএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।