ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৫ মার্চ গণহত্যা দিবসে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
২৫ মার্চ গণহত্যা দিবসে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন

বান্দরবান: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে রাজারমাঠ থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

পরে মিছিলটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ বান্দরবান জেলা ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সবাই প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন এবং ২৫ মার্চ ভয়াল রাতে গণহত্যার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।