ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে বেশি দামে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রির অপরাধে আদর্শ ফিড কর্নারের স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র দে-কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৯ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

 

এছাড়া অভিযোগকারী পোল্ট্রি চাষি মিজানুর রহমানকে প্রণোদনা হিসেবে জরিমানার ২৫ শতাংশ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

অভিযোগকারী পোল্ট্রি চাষি মিজানুর রহমান বলেন, আদর্শ ফিড কর্নার ২৮ মার্চ এক ব্যক্তির কাছে ৫৮ টাকা পিস হিসেবে মুরগির বাচ্চা বিক্রি করেন। একই দিনে একই বাচ্চা আমার কাছে ৭২ টাকা পিচ হিসাবে বিক্রি করেন। বিষয়টি আমার কাছে অন্যায় মনে হয়েছে। যার কারণে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলাম। আজকে জরিমানা করেছে। সেই সঙ্গে আমাকে জরিমানার ২৫ শতাংশ দিয়েছেন। এটা খুবই ভালো লেগেছে। তবে আমার কাছ থেকে নেওয়া অতিরিক্ত দাম ওই ব্যবসায়ীর কাছ থেকে ফেরত নেওয়ার প্রয়োজন ছিল।

এছাড়া, একই দিনে বাগেরহাট শহরের ঘরোয়া হোটেলে বাসি পিঁয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য ওই হোটেলকে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এক চাষির অভিযোগের সত্যতা পেয়ে আদর্শ ফিড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগের দিনের বাসি পিঁয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ঘরোয়া হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বিভিন্ন স্থানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং মানসম্মত পণ্য বিক্রিতে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।