ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা ভাঙচুর

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

ভাঙচুর করা হয়েছে নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন ইব্রাহিম খলিল আজনবী বলেন, আমি যখন পেশাগত দায়িত্ব পালন করছিলাম তখন দেখলাম পেছন থেকে কয়েকজন সংঘবদ্ধভাবে এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনির ওপর হামলা শুরু করে। আমি ক্যামেরায় ফুটেজ নিতে শুরু করলে এক পর্যায়ে তারা কিল-ঘুষি মারতে মারতে আমার ক্যামেরা ভাঙচুর করে।

অনুষ্ঠানে উপস্থিতি সাংবাদিকরা বলছেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় কয়েকজন ক্যামেরাপারসন আহত হয়েছেন। টেলিভিশনের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাৎক্ষণিকভাবে এর সমাধান করা হয়। সাংবাদিকদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণমাধ্যমের কর্মীদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে অতিথিদের সম্মান করতে জানেন না বিএনপির কর্মীরা। দলকে যারা ভালোবাসেন তারা এমন ঘটনা ঘটাতে পারেন না। শৃঙ্খলার মধ্যে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় এ ঘটনা বিষয় জানতে পেরেছি। পল্লবী থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। যদি অভিযোগ আসে, তাহলে আমরা ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএমআই/এমজে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।