ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি

জামালপুর: জেলার বকশীগঞ্জে মায়ের কাছ থেকে টাকা না পেয়ে মইর উদ্দিন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই এলাকায় সুবহানের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মইর তার মায়ের কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি (রশি) দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার পারিবারে সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

পারিবারিকভাবে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।