ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরে ইভটিজিংয়ের অভিযোগে রহিদুল ইসলাম সাগর (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের বাঙ্গীবেচা ব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সাথী দাস এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রহিদুল শহরের গোবরাপাড়া এলাকার বাসিন্দা শাহাজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাঙ্গীবেচা ব্রীজে দুই শিক্ষার্থীকে পথ আটকিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। পরে তাদের অভিভাবক আসলে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে রহিদুল। এক পর্যায়ে রহিদুল তার হাতে থাকা লাঠি দিয়ে তাদেরকে মারতে চায়। পরে সেই অভিভাবকেরা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কথা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সাথী দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। রহিদুল ইসলাম ওই শিক্ষার্থীদেকে দীর্ঘদিন থেকেই উত্ত্যক্ত করে আসছিল বলে স্বীকার করেছে। দণ্ডবিধি ৫০৯ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।