ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
লক্ষ্মীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মো. রিপন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রিপনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 এদিন দুপুর ১২টার দিকে রিপনকে চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।  

রিপন জেলা সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের ওয়াজউদ্দিন ভূঁইয়া বাড়ির আবু সাঈদের ছেলে।  

পুলিশ জানায়, ২০১৪ সালের ২৬ জুলাই লক্ষ্মীপুর সদর থানায় দায়েরকৃত দত্তপাড়ার খোরশেদ হত্যা মামলার আসামি রিপন। আদালতের রায়ে হত্যা মামলায় রিপনের যাবজ্জীবন সাজা হয়। এতদিন থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার দুপুরে রিপন ঢাকা যাবার উদ্দেশে চন্দ্রগঞ্জ বাজারে বাসস্ট্যান্ডে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলেই তাকে আদালতে হাজির করা হলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।