ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৭ দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
মাদারীপুরে ৭ দোকানকে জরিমানা

মাদারীপুর: মাদারীপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে সাতটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (২ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ইটেরপুল বাজারে অভিযান চালিয়ে চারটি ফলের দোকান, দুটি কাঁচামালের দোকান ও একটি মাছের দোকানকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার ইটেরপুল বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সাতটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।