ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
মানিকছড়িতে গণপিটুনিতে যুবক নিহত প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয়দের গণপিটুনিতে হ্লাসিংমং মারমা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (০২ এপ্রিল) বিকেলে মানিকছড়ির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালু পয়েন্টে এ ঘটনা ঘটে।

হ্লাসিংমং রামগড়ের বৈদ্যপাড়া এলাকার থৈইলাপ্রু মারমার ছেলে।

চাঁদাবাজি করতে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে রাত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে সশস্ত্র কয়েকজন চাঁদাবাজি করতে যায়। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় উদ্ধার করে হ্লাসিংমংকে চিকিৎসা দেওয়া হলে পরে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।