ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ঢেউ টিন-চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ঢেউ টিন-চেক বিতরণ

মাগুরা: মাগুরা শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে।

রোবিবার (০৩ এপ্রিল) দুপুর ৩টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সার্বিক তত্তাবধানে ও নির্দেশনায় এসব বিতরণ করা হয়েছে।

এসব ত্রাণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ দেওয়া।

ক্ষতিগ্রস্ত আট পরিবারকে ৯ ফুটের মোট ১২৮টি ঢেউ টিন ও ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।