ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিস্ফোরক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
নড়াইলে বিস্ফোরক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সংগৃহীত ছবি

নড়াইল: বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি আলম শেখ (৪৩)কে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানার পুলিশ।

রোববার (২ এপ্রিল) দিনগত রাতে র‍্যাব-৬ এর সহায়তায় সদর থানার পুলিশ যশোর সদরের শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলম নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের মৃত বরকত শেখের ছেলে।

জানা যায়, আলমের বিরুদ্ধে ২০১০ সালে খুলনার ফুলতলা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-৯। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করেন। রায়ের পর থেকে আলম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন আসমিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়:১৭৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।