ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিস্ফোরক ব্যবসায়ী আলম আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বিস্ফোরক ব্যবসায়ী আলম আটক

ঢাকা: মো. আলম শেখ (৪৫) নামে যশোরের বিস্ফোরক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (৩ এপ্রিল) গভীর রাতে যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন।

তিনি জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।  

র‌্যাব-৩ অধিনায়ক আরও জানান, ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ফুলতলা থানায় ২০১০ সালের ২৬ ফেব্রয়ারি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত এই মামলায় তাকে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন। তবে আসামি স্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে নিজেকে আত্মগোপন করে আসছিলেন।  

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।                 
        
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এমএমআই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।