ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিমাপে কারচুপি: আশাশুনির এম রহমান-আন্না ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
পরিমাপে কারচুপি: আশাশুনির এম রহমান-আন্না ফিলিং স্টেশনকে জরিমানা

সাতক্ষীরা: পরিমাপে কারচুপির অপরাধে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এম রহমান ফিলিং স্টেশন ও আন্না ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ফিলিং স্টেশন দুটি সাময়িক বন্ধের আদেশ দেওয়া হয়।

বুধবার (৫ এপ্রিল) আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান আদালত পরিচালনা করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এম রহমান ফিলিং স্টেশন ও আন্না ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে পরিমাপে কারচুপি করে মানুষ ঠকাচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে  ফিলিং স্টেশন দুটিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফিলিং স্টেশন দুটি সাময়িক বন্ধের আদেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।