ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমাইয়ে পুকুর পাড়ে পড়েছিল নির্মাণ শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
লালমাইয়ে পুকুর পাড়ে পড়েছিল নির্মাণ শ্রমিকের মরদেহ

কুমিল্লা: কুমিল্লার লালমাইয়ে পুকুর পাড় থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৯ এপ্রিল) উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মাস্টার আবদুল মান্নানের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আবদুল মান্নান (৩০) নামের ওই নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী কালরা গ্রামের হায়াতুন্নবী ভুট্টুর ছেলে। মরদেহের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে।  

রোববার স্থানীয় শিশুরা পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে লাশ দেখে। খবর পেয়ে  পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

স্থানীয় বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন বলেন, মৃত ব্যক্তিটি আমার গ্রামের। সকালে জানাজানি হলে আমিই পুলিশকে খবর দিই। অনুমান করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে। আবদুল মান্নানের ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আমরা দ্রুত হত্যার রহস্য উন্মোচন ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
 
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।