ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
গাজীপুরে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জম জম স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ওই মিলে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সফিপুর এলাকায় জম জম স্পিনিং মিল লিমিটেড কারখানার তুলার গুদামে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর, ইপিজেড, কাশিমপুর সরাবো ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, টিনশেডের তৈরি তুলার গুদামে তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।