ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
কামরাঙ্গীরচরে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. কাশেম মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার কাশেম মিয় গত ১০ বছর আগে কিশোরগঞ্জের মিঠামইন থানা এলাকায় সংঘঠিত একটি হত্যামামলার আসামি।

 

রোববার (১৬ এপ্রিল) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, হত্যা মামলার পর সে ১০ বছর ধরে পলাতক জীবন-যাপন করে আসছিলো। শনিবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি এই হত্যার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।  

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসজেএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।