ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁ সদর হাসপাতালে রোগী-স্বজনদের মাঝে ইফতার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
নওগাঁ সদর হাসপাতালে রোগী-স্বজনদের মাঝে ইফতার বিতরণ

 


নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে ৩৬০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।  

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নওগাঁ জেলা চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।

এসময় ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য রোকনুজ্জামান রোকনসহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।  

ইফতার বিতরণ ছাড়াও নওগাঁ শহরের ১১টি মসজিদে তারাবির নামাজ শেষে মুসল্লিদের মাঝে পানির বোতল বিতরণ করা হচ্ছে। ২৩ রমজানের পর থেকে এই পানির বোতল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। যা শেষ রমজান পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা এপ্রিল ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।