ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক 

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে আটক করেছে র‌্যাব-১০।

আটক দুই আসামি হলেন- মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৪) ও মো. নাহিদুজ্জামান ওরফে বাচ্চু মিয়া ওরফে ফয়সাল (৪৩)।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি শহিদুল ইসলামকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিনে অপর এক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকা থেকে ডাকাতির মামলায় ১০ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি নাহিদুজ্জামানকে আটক করা হয়।  

সিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।

আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসজেএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।