ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যানবাহনের চাপ কমেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
যানবাহনের চাপ কমেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

সিরাজগঞ্জ: ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের চাপ কমেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এখন অনেকটাই ফাঁকা।

এবার উত্তরাঞ্চলের ঈদযাত্রায় দুর্ভোগ ছাড়াই গন্তব্যে ফিরছেন যাত্রীরা।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের ব্যাপক চাপ ছিল। একপর্যায়ে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রিজ এলাকায় কিছুটা ধীরগতিও দেখা যায়। দুপুর গড়াতেই যানবাহনের চাপ কমতে থাকে। বিকেল ৩টার দিকে ফাঁকা হতে শুরু করে মহাসড়ক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, স্বাভাবিকের তুলনায় গাড়ি অনেক কম চলছে। ধীরে ধীরে মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে। আশা করছি বিকেল ৫টার মধ্যে পুরো মহাসড়ক সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে।

এর আগে সকাল বেলা সেতুর পূর্বপাড়ে যানজটের প্রভাবে পশ্চিমপাড়ে গাড়ির চাপ সৃষ্টি হয়। এ কারণে মাঝে মধ্যে ধীরগতিতে চললেও কোনো যানজট সৃষ্টি হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।