ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদরাসায় যাওয়ার পথে প্রাণ গেলে বাবা-ছেলের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
মাদরাসায় যাওয়ার পথে প্রাণ গেলে বাবা-ছেলের 

বগুড়া:  বাবাকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল মাদরাসায় আসছিলেন ছেলে। পথে কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারালেন দুজনই।

 

শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন - আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী (মৌলভী) শিক্ষক মাওলানা জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)। তাদের বাড়ি উপজেলা লক্ষীকোল গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী। বেলা সাড়ে ৯টায় আদমদীঘি অদুরে ইন্দইল ব্রিজের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকমান আলী মারা যান। আদমদীঘি হাসপাতালে নেওয়ার পর ছেলে জাহিদুর রহমানও মারা যান।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় কার্ভাড ভ্যান গাড়িটি আটক করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।