ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় লাভলু শেখ (৫০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (২৯ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় ঢাকাগামী ‘রবি এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল ও যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়।

এসময় ভ্যানচালক ও বাইসাইকেল চালক আহত হয়েছেন।

পুলিশ ‘রবি এক্সপ্রেসের’ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) ফকিরহাট উপজেলার উজলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন- বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫) ও ভ্যানচালক আবুল কালাম (৫০)।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ‘রবি এক্সপ্রেস’ নামের পরিবহন আটক করা হয়েছে। তবে পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।