ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাড়িতে মাদক পরিবহন করতেন জাহাঙ্গীর, অবশেষে ৮১ কেজি গাঁজাসহ আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মে ২, ২০২৩
গাড়িতে মাদক পরিবহন করতেন জাহাঙ্গীর, অবশেষে ৮১ কেজি গাঁজাসহ আটক 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি মাদক চোরাকারবারি চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম ওরফে শামীমকে (৩০) আটক করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এসময় তার সঙ্গে থাকা ৮১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

মাদক চোরাকারবারি জাহাঙ্গীর কুমিল্লা জেলার লালমাই থানার জাকির হোসেনের ছেলে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, আটক জাহাঙ্গীর আলম কুখ্যাত মাদক চোরাকারবারি। পেশায় সে মূলত মাইক্রোবাসের চালক। তিনি দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তার একাধিক সিন্ডিকেট রয়েছে। তিনি মাদকের বড় বড় চালান এনে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিতেন। এসব মাদক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মে ২, ২০২৩
এমআরপি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।