ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে তুলার গুদামে আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
টঙ্গীতে তুলার গুদামে আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৭ মে) বেলা ৩টার দিকে এ আগুনের লাগে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টঙ্গীর মিলগেট এলাকায় টিনসেডের তৈরি তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কতগুলো গুদাম পুড়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা-৩ জোনের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯০৩, মে ০৭, ২০২৩ 
আরএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।