ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার ধোলাইখাল খোকার মাঠ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন একজন।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়া ধোলাইখাল খোকার মাঠের পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০), দোকান কর্মচারী সাব্বির (২৬)। আবুল খায়ের ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী গ্রামের হান্নান মোল্লা ছেলে। আর নিহত সাব্বির গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার পশারগাতী গ্রামের ইয়ার আলীর ছেলে।
আহতের নাম নাঈম (১৭)। তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হতাহত ৩ জনই গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় থাকতেন।
সোমবার (৮ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
তিনি জানান, হতাহতরা গেন্ডারিয়া ঢালকানগর এলাকার। এলাকাতে নিহত আবুল খায়েরের ফার্নিচার ব্যবসা রয়েছে। তার দোকানের কর্মচারী আহত নাঈম। আর অন্য একটি ফার্নিচার দোকানের কর্মচারী সাব্বির। রাতে আবুল খায়েরের মোটরসাইকেলে তারা ৩ জন ধোলাইখাল এলাকায় যান। সেখানে তেহারি খেয়ে আবার মোটরসাইকেল নিয়েই ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আবুল খায়ের। খোকার মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাঈম ছিটকে একপাশে পড়েন। সাব্বির ও আবুল খায়ের অন্য পাশে পড়লে ওই ট্রাকের নিচেই তারা দুজন পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহত নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এজেডএস/এসএএইচ