ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অসুস্থতার জন্য ওশান কনফারেন্সে যোগ দিতে পারেননি ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
অসুস্থতার জন্য ওশান কনফারেন্সে যোগ দিতে পারেননি ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরনো ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অসুস্থতার জন্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে সরাসরি যোগ দিতে পারেননি। তিনি ভার্চ্যুয়ালি এই কনফারেন্সে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১২ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, ড. এ কে আব্দুল মোমেন সর্দি জ্বরে আক্রান্ত হয়েছেন। সে কারণে তিনি কনফারেন্সে যোগ দিতে পারেননি। তবে ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সে কারণে কনফারেন্সে যোগ দিতে পারেননি। তবে এই খবরের সত্যতা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ঢাকায় ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কনফারেন্স উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।