ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় যুবক আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ১২, ২০২৩
পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় যুবক আহত 

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে এক ফার্নিচার ব্যবসায়ীর কাঠের আঘাতে মৃত্যু শয্যায় রয়েছে স্বপন শেখ (২৮) নামের এক যুবক।  

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদর্শ স্কুল রোডে সুজন নামের এক ব্যক্তির ফার্নিচারের দোকানে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

 এ ঘটনায় শুক্রবার (১২ মে) চরভদ্রাসন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

স্বপন চরভদ্রাসন সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ জালালের ছেলে। স্বপন পেশায় একজন ফার্নিচার পালিশ মিস্ত্রী। তার এক বছর বয়সী একটি ছেলে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সন্ধ্যায় স্বপন তার পাওনা টাকা চাইতে সুজনের দেকানে যায়। দুই জনের মধ্যে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যবসায়ী সুজন স্বপনের মাথায় কাঠ দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা স্বপনকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মাহমুদ প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত স্বপনের ভাই সেলিম শেখ জানায়, স্বপনের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর হতে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার বা পাশের অনেক গুলো হাড় ভেঙ্গে গিয়েছে বলে জানিয়েছে চিকৎসক। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।