ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
সাভারে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধের সামনে মহাসড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ হারালেন আলমগীর (৪২) নামে এক অটোরিকশা চালক।

রোববার (১৪ মে) সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীরের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে অটোরিকশা নিয়ে সড়ক পার হচ্ছিলেন আলমগীর। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। পরে মরদেহে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া দ্রুত গতির ট্রাকটি তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলেও, সেটি আটক করা হয়।  

নিহতের বিস্তারিত পরিচয় এবং ট্রাকটি শনাক্তকরণের কার্যক্রম চলমান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।