ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
সিরাজগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নূর ইসলাম জেলার কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান বলেন, ২০২২ সালের ১৫ অক্টোবর ধর্ষণচেষ্টা মামলায় নূর ইসলামকে জেলহাজতে পাঠানো হয়। রোববার দুপুর ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

কারাগারের সহকারী সার্জন ডা. মশিউর রহমান বলেন, জেলহাজতে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশন রোগে ভুগছিলেন। রোবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ১৫ মিনিট চিকিৎসা নেওয়ার পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।