ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশুসন্তান হত‍্যা মামলায় কারাগারে থাকা মায়ের আত্মহত্যা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
শিশুসন্তান হত‍্যা মামলায় কারাগারে থাকা মায়ের আত্মহত্যা  

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিজের শিশু সন্তান হত্যা মামলার আসামি ফারজানা আক্তার (২২) আত্মহত্যা করেছে।  

নিহত ফারজানা খাতুন জামালপুর জেলার সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

সোমবার (১৫ মে) দুপুর পৌনে ২টার দিকে কারাগারের ভেতরে একটি টিনের চালা ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।    

এদিন সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিহত ফারজানা জামালপুর জেলা কারাগারের আসামি ছিল। গত মাসে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার হাত পায়ে প্লাস্টার ছিল। সে মানসিক বিকারগ্রস্ত।  

গত ৮ এপ্রিল দাম্পত্য কলহের জের ধরে নিজের আড়াই বছর বয়সী সন্তান রিয়া মনিকে খাদ্যে বিষপ্রয়োগে হত্যা করে। এ ঘটনায় তার স্বামীর দায়ের করা হত‍্যা মামলায় গত ৯ এপ্রিল পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।  

জেল সুপার আরও জানান, এ ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত‍্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।